reporterঅনলাইন ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

এক নজরে এশিয়া কাপ

টুকিটাকি

* এক ম্যাচে সর্বোচ্চ রান করেন বিরাট কোহলি। ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে করেন ১৮৩ রান

* এক টুর্নামেন্টের সর্বোচ্চ সংগ্রাহক সনাথ জয়াসুরিয়া। ২০০৮ সালের আসরে ৩৭৮ রান করে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট হন তিনি।

* এশিয়া কাপে সবচেয়ে বেশি (৩ বার করে) শূন্য রানে আউট হয়েছেন সালমান বাট (পাকিস্তান), আমিনুল ইসলাম (বাংলাদেশ) ও মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)।

* এক ইনিংসে সর্বোচ্চ পার্টনারশিপ গড়েছেন মোহাম্মদ হাফিজ ও নাসির জামশেদ। ২০১২ সালের আসরে প্রথম উইকেটের জুটিতে ২২৪ রানের পার্টনারশিপ করেন তারা।

* দলীয়ভাবে সর্বোচ্চ রান করেছে পাকিস্তান। ২০১০ সালের আসরে তারা বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে করেছিল ৩৮৫ রান।

* সবচেয়ে কম রানেও আছে বাংলাদেশের নাম। একই প্রতিপক্ষের বিপক্ষে ২০০০ সালে সব উইকেট হারিয়ে সাজঘরে ফিরে মাত্র ৮৭ রানে।

* সর্বোচ্চ ডিসমিসাল করেছেন কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কান উইকেটরক্ষক উইকেটের পিছনে দাঁড়িয়ে ২৭টি ক্যাচ নেওয়ার পাশাপাশি স্ট্যাম্পিং করেছেন ৯টি।

* সবচেয়ে বেশি (১৪ বার) আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি আম্পায়ার বিলি বাউডেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close