ক্রীড়া প্রতিবেদক

  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

সাফ চ্যাম্পিয়নশিপ

ভারতের বিপক্ষ মালদ্বীপ

আজ শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ হিসেবে পরিচিত এ টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ের মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ও মালদ্বীপ।

আগের ১১ আসরে সাতবার চ্যাম্পিয়ন হওয়া ভারতের সামনে ফাইনালে মালদ্বীপ। ঢাকায় হওয়া আগের দুইটি আসরের ফাইনাল খেলা দ্বীপ দেশটি ভারতকে কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে, সেটাই দেখার। আজ সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে সাফ সুজুকি কাপের ফাইনাল।

ঢাকায় এটি হবে ভারত-মালদ্বীপের দ্বিতীয় ফাইনাল। ২০০৯ সালেও তারা ফাইনাল খেলেছিল এ টুর্নামেন্টে। মালদ্বীপ ঢাকায় ফাইনাল খেলছে তৃতীয়বারের মতো। ২০০৩ সালে তারা ফাইনালে হেরে যায় স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে। আন্তর্জাতিক ফুটবলে ভারত ও মালদ্বীপের পার্থক্য অনেক। দুই দলের অতীত মুখোমুখিতে ভারতের জয়ের পাল্লা অনেক ভারী।

দুই দল আগে ১১ বার মুখোমুখি হয়েছে দক্ষিণ এশিয়ার ফুটবলে। ভারত জিতেছে আটটি, মালদ্বীপ দুইটি। একটি ম্যাচ ড্র হয়েছে। আর ফিফা স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচে দুই দেশের আগের সাক্ষাৎ হয়েছে ১৮ বার। ভারত জিতেছে ১৩ বার। মালদ্বীপ ৩ বার, দুইটি ম্যাচ হয়েছে ড্র।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close