ক্রীড়া ডেস্ক

  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

লঙ্কান শিবিরে আবারও চোট

এশিয়া কাপের দলে এ নিয়ে দ্বিতীয়বার চোটের হানা। প্রথমে দীনেশ চান্ডিমাল, এরপর দানুষ্কা গুনাতিলাকা। লঙ্কানদের জন্য দুঃসংবাদ হলেও বাংলাদেশের জন্য ব্যাপারটা কিছুটা হলেও স্বস্তির।

মূল দলের খেলোয়াড়দের বাদ পড়া মানেই তো শক্তিতে পিছিয়ে পড়া। যদিও এরই মধ্যে গুনাতিলাকার জায়গায় দলে নেওয়া হয়েছে শেহান জয়সুরিয়াকে।

গুনাতিলাকা চোট পেয়েছেন পিঠে। ঘরোয়া লিগে খেলতে গিয়ে চান্ডিমাল ব্যথা পেয়েছিলেন হাতের আঙুলে। এ ছাড়াও গ্রুপ পর্বের দুই ম্যাচেই খেলতে পারবেন না আকিলা ধনঞ্জয়া তার পারিবারিক কারণে।

সব মিলে এই তিন নিয়মিত খেলোয়াড়কে ছাড়াই চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা আজ ১৪তম এশিয়া কাপের উদ্বোধন ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের সঙ্গে।

এর আগে দুই দলের শেষ দুইবারের দেখায় দুটিতেই জয় পেয়েছিল বাংলাদেশ। এ বছরের শুরুতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত তিন জাতির নিদাহাস টি-টোয়েন্টি কাপে লঙ্কানদের হারিয়েছিল বাংলাদেশ। এদিক থেকেও নিশ্চয় মনোবলের দিক থেকে পিছিয়ে আছে লঙ্কানরা। সঙ্গে যোগ হয়েছে ইনজুরির আঘাত। সব মিলে বাংলাদেশের বিপক্ষে কেমন করে লঙ্কানরা সেটাই এখন দেখার বিষয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close