ক্রীড়া ডেস্ক

  ১৪ সেপ্টেম্বর, ২০১৮

‘আমি দুঃখবোধ করি না’

এবারের ফ্ল্যাশিং মিডোর ফাইনালটা বহু কারণে স্মরণীয় হয়ে থাকবে টেনিস প্রেমীদের কাছে। টুর্নামেন্ট চলাকালীন তীব্র গরমের জন্য তারকাদের অবসর এবং ফেভারিটদের বিদায় ছিল প্রথম দিকের আলোচনার বিষয়। তবে সবকিছুকে ছাপিয়ে বড় হয়ে উঠেছে ফাইনালে সেরেনা উইলিয়ামসের বিতর্কিত বিষয়টি। যার কারণে নড়েচড়ে উঠেছে ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশনও। এসবের মধ্যে প্রায় মøান হয়ে পড়েছিল ইউএস ওপেনের নতুন রানী নওমি ওসাকার কীর্তিটা। প্রথম জাপানি হিসেবে যিনি জিতেছেন প্রথম গ্র্যান্ড সø্যাম। তাও শৈশবের আইডল সেরেনাকে হারিয়ে। সেরেনা বিতর্কে এখন টেনিস বিশ্ব তোলপাড়। কিন্তু সেরেনা বিতর্ক এবং শৈশবের আইডলকে পরাজিত করায় কোনো প্রকার ব্যথিত নন বলে জানিয়েছেন ওসাকা। ২০ বছর বয়সী ওসাকা বলেন, ‘আমি দুঃখবোধ করি না।’

ইউএস ওপেনের ফাইনালে ওসাকা ৬-২ ও ৬-৪ গেমে হারান সেরেনাকে। ম্যাচটিতে ‘চোর’, ‘মিথ্যেবাদী’ ও ‘নারীবিদ্বেষী’ বলে চেয়ার আম্পায়ার কার্লোস রামোসকে অভিযুক্ত করেন সেরেনা। যার কারণে পয়েন্ট কেটে নেন ম্যাচ রেফারি। সঙ্গে বড় জরিমানাও গুনতে হয় মার্কিন কৃষ্ণকলিকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close