ক্রীড়া ডেস্ক

  ১৪ সেপ্টেম্বর, ২০১৮

কলিংউডের অবসরের ঘোষণা

ইংলিশদের জার্সিতে পল কলিংউডকে শেষবার দেখা গেছে ২০১৭ সালে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে ডারহামের হয়ে খেলে যাচ্ছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক। এবার ঘরোয়া ক্রিকেট থেকেও বিদায় নিতে চলেছেন এই কিংবদন্তি অলরাউন্ডার। চলতি মৌসুম শেষেই আর কোনো প্রকার ক্রিকেটে দেখা যাবে না কলিংউডকে। ২২ বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন কলিংউড। ডারহামের বর্তমান অধিনায়কও তিনি। ২৪ সেপ্টেম্বর মিডলসেক্সের বিপক্ষে ম্যাচ দিয়ে অবসরে চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন ৪২ বছর বয়সী তারকা। ১৯৯৬ সালে ডারহামের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট শুরু করেন কলিংউড। ২০১৩ সালে প্রথমবারের মতো জিতেন কাউন্টি চ্যাম্পিয়নশিপ। পরের বছরই স্বাদ পান ওয়ান-ডে কাপ শিরোপার। অবসর নেওয়ার ব্যাপারে ডারহাম কিংবদন্তি আবেগের সুরে বলেন, ‘আমি জানতাম এমন দিন আসবে, কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া সত্যি কঠিন। ইংল্যান্ড এবং ডারহামের হয়ে আমি অনেককিছু অর্জন করেছি।’ কলিংউডের অধীনেই প্রথম বিশ্বকাপের স্বাদ পায় ইংলিশরা। ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতে ইংল্যান্ড। ২০০১ সালে ইংলিশদের জার্সিতে অভিষেকের পর থেকে ৬৮ টেস্ট, ১৯৭ ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close