ক্রীড়া প্রতিবেদক

  ১৪ সেপ্টেম্বর, ২০১৮

সৌম্যের সমস্যার কথা জানালেন সালাউদ্দিন

অনেকেরই ধারণা, মানসিক সমস্যার কারণে ব্যাট হাতে কিছু করতে পারছেন না সৌম্য সরকার। কিন্তু স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন অন্য কথা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সৌম্য সরকারের প্রায় ৪ বছর হয়ে গেল। ৩ ফরম্যাট মিলিয়ে খেলে ফেলেছেন ৮০টি ম্যাচ। তবে ক্যারিয়ার শুরুর বছরটাই হয়ে আছে একমাত্র স্বস্তির জায়গা। খারাপ সময় যেন ছায়া হয়ে আছে তার আশেপাশে। ব্যাট হাতে ২২ গজে গেলেই মিলছে কেবল হতাশা। বাংলাদেশের বাঁ-হাতি এই ব্যাটসম্যানের টানা ব্যর্থতার কারণ হিসেবে কৌশলের অভাবের কথা বলছেন কোচ সালাউদ্দিন।

আর সবার মতো বাঁ-হাতি এই ব্যাটসম্যানও নিজের সমস্যার ব্যাপারে নিশ্চিত নন। তবে সালাউদ্দিন ধরতে পেরেছেন আসল সমস্যা। তিনি মনে করেন, সৌম্যর মানসিক কোনো সমস্যা নেই। কৌশলগত কারণেই ব্যাট হাতে সফল হতে পারছেন না তরুণ এই মেধাবী ব্যাটসম্যান।

কাল মিরপুরে সৌম্যকে নিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমার কাছে মনে হয় সৌম্যের কিছু টেকনিক্যাল সমস্যা আছে। আমার মনে হয় না তার কোনো মানসিক সমস্যা আছে। মানসিক সমস্যা থাকলে তার খেলার ধরন একেক দিন একেক রকম হতো। যেহেতু সে বিশেষ কিছু বলে বারবার আউট হচ্ছে, সেহেতু এখানে কিছু টেকনিক্যাল সমস্যা আছে, আর কিছু না।’

এই সমস্যা দূর করতে সৌম্যকে বেশি বেগ পোহাতে হবে না বলে মনে করেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুমিনুল হকদের প্রি এই কোচ। তিনি বলে ‘এটা ঠিক করা খুব বেশি সমস্যা হবে না। আর ইদানিং খেলা নিয়ে সে অনেক বেশি চিন্তা করে। কীভাবে এইসব ব্যাপারে উন্নতি করা যায় সেটা নিয়ে ভাবছে। আমার মনে হয় এটা খুব দ্রুতই সমাধান করা যাবে এবং সে খুব ভালোভাবেই ফিরবে।’

বাজে সময় থেকে বেরিয়ে আসতে সব ধরনের চেষ্টাই করছেন সৌম্য। তার ভাবনায় কেবল এই একটি বিষয়ই। তবে অতিরিক্ত চিন্তা-ভাবনা করার খারাপ দিকও আছে বলে মনে করেন সালাহউদ্দিন। যদিও সৌম্যর বেলায় সেটা হবে না বলে তার বিশ্বাস, ‘অতিরিক্ত চিন্তায় অবশ্যই হিতে বিপরীত হতে পারে। অতিরিক্ত চেষ্টাও অনেকের জন্য হিতে বিপরীত হতে পারে। কিন্তু আমার মনে হয় সে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে চিন্তা করছে, সেটা তার জন্য অনেক ফল বয়ে আনবে।’

শট বাছাই ও অফ স্পিনে সৌম্যের সমস্যা আছে বলে মনে করেন সালাহউদ্দিন। এ বিষয়ে তিনি বলেন, ‘প্রায় সময় দেখা যায় নতুন বলে বের হয়ে যাওয়া ডেলিভারিতে সিøপে আউট হচ্ছে। অফ স্পিনে মাঝে মাঝে আউট হচ্ছে। এই দুইটা বলেই বেশির ভাগ সময় আউট হচ্ছে। মিড উইকেট ও লং অনেও আউট হতে দেখা যায়। এসব টেকনিক্যাল সমস্যা। সে কোন দিকে মারতে যাচ্ছে, সেটা নিশ্চিত না। এগুলো ধরতে পারা সহজ। টেকনিক্যাল সমস্যাগুলো একটু ঠিক করলেই সে আরো ভালো ব্যাটসম্যানে পরিণত হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close