ক্রীড়া ডেস্ক

  ১৪ সেপ্টেম্বর, ২০১৮

এশিয়া কাপ জিততে পারে আফগানিস্তানও!

এশিয়া কাপের ১৪তম আসর মাঠে গড়ানো বাকি। আগামীকাল বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের সামর্থ্য নিয়ে বেশ আত্মবিশ্বাসী আফগান অধিনায়ক রশিদ খান। আফগানিস্তানও এশিয়া কাপ জিততে পারে বলে জানিয়েছেন এই আফগান স্পিনার।

এশিয়া কাপ খেলতে অংশগ্রহণকারী দলগুলো আরব আমিরাতে পৌঁছেছে। কাল আরব আমিরাতে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আফগান অধিনায়ক রাশিদ খান বলেন, ‘অবশ্যই আমরা এশিয়া কাপ জিততে পারি। আমাদের সামর্থ্য ও দক্ষতা রয়েছে। আমাদের প্রয়োজন ঠান্ডা এবং শান্ত থাকা।’ দলে স্পিন বোলিং ও পেস বোলিং এবং ব্যাটিং সব বিভাগে ভালো করার সামর্থ্য রয়েছে বলে মনে করেন এই লেগ স্পিনার। নিজেদের দিনে যে কাউকে হারাতে পারেন বলে মনে করেন তিনি। রশিদ খান বলেন, ‘ভারতের বিপক্ষে প্রথম টেস্ট হেরে আমরা অনেক কিছু শিখেছি।’

আগামী সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে আফগান যোদ্ধারা। ২০ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে আফগানিস্তান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close