ক্রীড়া ডেস্ক

  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

আন্তর্জাতিক ম্যাচে লাইবেরিয়ার রাষ্ট্রপতি

লাইবেরিয়ার রাষ্ট্রপতি এবং বিশ্বের সাবেক বর্ষসেরা ফুটবলার জর্জ উইয়াহ ৫১ বছর বয়সে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমে আলোচনায় এসেছেন।

লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ায় নাইজেরিয়ার বিপক্ষে ৭৯ মিনিটে মাঠে নামেন উইয়াহ। ম্যাচটিতে ২-১ গোলে হেরে যায় লাইবেরিয়া।

উইয়াহ তার খেলোয়াড়ি জীবনে ১৪ নম্বর জার্সি পরতেন। লাইবেরিয়া জাতীয় দল এই নম্বরের জার্সিকে ‘অবসর’ দিতে চায়। এরপর থেকে আর কেউ এই নম্বরের জার্সি গায়ে মাঠে নামবেন না। জার্সিকে বিদায় জানাতে এই প্রীতি ম্যাচের আয়োজন করে দেশটি। উইয়াহ মাঠে নামবেন কিনা, সেটি নিশ্চিত ছিল না। সবাইকে অবাক করে ফুটবল ছাড়ার ১৬ বছর বাদে মাঠে নেমে পড়েন পিএসজি এবং এসি মিলানের সাবেক এই স্ট্রাইকার।

উইয়াহ পিএসজি এবং এসি মিলান ছাড়া মোনাকো, মার্শেই, ম্যানচেস্টার সিটি এবং চেলসির হয়ে খেলেছেন। ১৯৯৫ সালে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন তিনি। একই বছর প্রথম ও এখন পর্যন্ত একমাত্র আফ্রিকান হিসেবে জেতেন ব্যালন ডি’অর পুরস্কার। ২২ জানুয়ারি ২০১৮ সাল থেকে লাইবেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত আছেন উইয়াহ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close