ক্রীড়া ডেস্ক

  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

‘কোচের চেয়ে রোনালদো বড়’

রিয়াল মাদ্রিদকে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতানোর পেছনে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভূমিকাই বেশি ছিল বলে মনে করেন আলেসান্দ্রো দেল পিয়েরো। যেকোনো কোচের চেয়ে তার উপস্থিতি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন ইতালির জুভেন্টাস কিংবদন্তি। পিয়েরো লা গাজ্জেত্তা ডেল্লো স্পোর্টকে দেয়া এক সাক্ষাৎকারে ডেল পিয়েরো বলেন, ‘রোনালদোর চেয়ে কোনো কোচ গুরুত্বপূর্ণ আছে বলে আমি মনে করি না। সে অবিশ্বাস্য ফুটবলার। একজন চ্যাম্পিয়ন। মানসিকভাবে তার মতো কেউ নেই।’

বিশ্বকাপের পর রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেন। তাকে দলে টানতে ১০৫ মিলিয়ন ইউরোতে চুক্তি করে জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ। চুক্তিটা ২০২২ সাল পর্যন্ত। এই চার বছরে আনুষঙ্গিক সুযোগ-সুবিধাসহ বার্ষিক ৩০ মিলিয়ন ইউরো করে বেতন পাবেন রিয়ালের সাবেক এই ফুটবলার ।

৯ বছরে রিয়ালকে দুইবার স্প্যানিশ লিগ এবং কোপা দেল রে জিতিয়েছেন রোনালদো। মাদ্রিদের হয়ে উয়েফা সুপার কাপ জিতেছেন বেশ কয়েকবার। চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন মোট চারবার। সান্তিয়াগো বার্নাব্যুতে থাকার সময়েই নিজে চারবার জিতেছেন ব্যালন ডি’অর পুরস্কার।

দেল পিয়েরো ১৯৯৬ সালে জুভেন্টাসের জার্সিতে চ্যাম্পিয়নস লিগ জেতেন। তিনি মনে করেন এই মৌসুমে তার সাবেক দল চ্যাম্পিয়ন্স লিগে ফেভারিট থাকবে। পিয়েরো বলেন, ‘রিয়াল প্রথম সারিতে থাকলেও জুভেন্টাস সেরার দৌড়ে থাকবে। এরপর ম্যানচেস্টার সিটি এবং পিএসজি। তারপর বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ এবং লিভারপুল।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close