ক্রীড়া ডেস্ক

  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

একটুর জন্য বেঁচে গেলেন হুগো লরিস

মদ খেয়ে দ্বিতীয়বারের মতো গাড়ি চালিয়ে অভিযুক্ত হয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক হুগো লরিস। টটেনহ্যাম এবং ফ্রান্সের এই গোলরক্ষককে শাস্তি হিসেবে ৫০ হাজার ইউএস ডলার জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পেয়েছেন ২০ মাস গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা। ২৪ আগস্ট পূর্ব লন্ডনের পুলিশের হাতে দ্বিতীয় দফায় ধরা পড়েন লরিস। দীর্ঘ ৭ ঘণ্টা পুলিশের কাছে আটকা থাকার পর সেদিন জামিন পান লরিস। জামিনে মুক্তি দেওয়া হলেও ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে সাজা পেলেন তিনি। রায় ঘোষণার সময় ম্যাজিস্ট্রেট বলেন, ‘আপনারা জানেন এটি গুরুতর অভিযোগ। শুধুমাত্র নিজের জীবন ঝুঁকিতে ফেলা নয়, তিনি পথচারীদের জীবনও ঝুঁকিতে ফেলেছিলেন।’ এই অপরাধের জন্য ছয় মাসের হাজতবাস হতে পারত লরিসের। কিন্তু তত কড়া শাস্তি দেওয়া হয়নি। ড্রাইভিংয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে আর জরিমানাও করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close