ক্রীড়া ডেস্ক

  ১২ সেপ্টেম্বর, ২০১৮

মুচলেকা দিয়ে রক্ষা মার্সেলোর

লা লিগায় খেলা খেলোয়াড়দের জন্য বড় অভিশাপের নাম কী? অধিকাংশই বলবেন, কর নিয়ে ঝামেলা। যে ঝামেলা থেকে মামলা-জরিমানা ছাড়া রক্ষা পাননি মেসি-রোনালদোরা। পেলেন না মার্সেলোও। মেসি-রোনালদোদের সঙ্গে একটা জায়গায় মিলও আছে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডারের। তিনিও জরিমানা দিয়েই পার পেয়ে যাচ্ছেন। ২০১৩ সালে উরুগুয়ের ‘বিরসেন ট্রেড’ নামের এক প্রতিষ্ঠানকে নিজের তারকাস্বত্ব ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন মার্সেলো। কিন্তু পর্যাপ্ত কর্মী ও আনুষঙ্গিক সম্পদের অভাবে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি প্রতিষ্ঠানটি। তাই স্প্যানিশ ট্যাক্স প্রশাসনের কাছে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির ব্যাপারটি লুকিয়ে গিয়েছিলেন ব্রাজিলিয়ান লেফট-ব্যাক। পরে বিষয়টি জানাজানি হওয়ার পর গত বছর মার্সেলোকে ৪ লাখ ৯০ হাজার ইউরো জরিমানা করে স্প্যানিশ ট্যাক্স কর্তৃপক্ষ। সঙ্গে চার মাসের জেল।

জেল থেকে বাঁচতে জরিমানার আরও ৪০ শতাংশ বেশি দিয়ে মীমাংসায় এসেছেন। জরিমানার পরিমাণ মোট ৭ লাখ ৫৩ হাজার ৬২৪ ইউরো। বাংলাদেশি মূল্যে যা ৭৩ কোটি ১৪ লাখ ৬ হাজার ৫২১ টাকা!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close