ক্রীড়া ডেস্ক

  ১২ সেপ্টেম্বর, ২০১৮

টেস্ট না খেলেই অবসর!

বেশ কয়েক বছর ধরে সীমিত ওভারের ক্রিকেট খেলে আসছেন ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকার রঙিন জার্সিতে দলে নিজের জায়গা পোক্ত করলেও তার সুযোগ হয়নি টেস্ট দলে। সেই হতাশাতেই কিনা আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন মিলার! বিস্ময়কর হচ্ছে কোনো ম্যাচ না খেলেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। একই সঙ্গে প্রথম শ্রেনির ক্রিকেটে আরনা খেলারও সিদ্ধান্ত নিয়েছেন ‘কিলার-মিলার’ খ্যাত প্রোটিয়া ব্যাটসম্যান।

আগামী বছর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে বসবে বিশ্বকাপের আসর। ওই টুর্নামেন্টের দিকেই পুরোপুরি নজর নিচ্ছেন মিলার। তাই লাল বলে না খেলার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। বলেছেন, ‘আমি লাল বলে খেলতে পছন্দ করি। কিন্তু ভবিষতের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিয়েছি। আমি এখন সীমিত ওভারের ফরমেটের ক্রিকেটে মনযোগ দিতে চাই। এই সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আগামী ওয়ানডে বিশ্বকাপের জন্য। তবে আমি ডলফিনের (দক্ষিণ আফ্রিকার লিগের দল) হয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলে যাবো।’

প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৩ ম্যাচ খেলে ৩৩৪২ রান করেছেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। তার আকস্মিক এই সিদ্ধান্তে হতাশ হয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের প্রধান নির্বাহী থাবাং মরো। তিনি বলেছেন, ‘এটা আমাদের জন্য হতাশার সংবাদ। দীর্ঘ পরিসরের ক্রিকেটে আমরা একজন দুর্দান্ত একজন খেলোয়াড়কে হারালাম। মিলারের বয়স মাত্র ২৯ বছর।’

অবশ্য দীর্ঘ পরিসরের ক্রিকেটকে বিদায় বললেও জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত কোনো আর্ন্তজাতিক টেস্টে ম্যাচ খেলেনি মিলার। তবে রঙিন জার্সিতে একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত ১০৯টি ম্যাচ খেলেছেন এই মারকুটে ব্যাটসম্যান। পাশাপাশি ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মিলার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close