ক্রীড়া ডেস্ক

  ১২ সেপ্টেম্বর, ২০১৮

উয়েফার ভাবনায় নতুন লিগ

ইউরোপের ক্লাবগুলোর মধ্যে শ্রেষ্ঠত্ব নির্ধারণ করতে প্রতি মৌসুমে উয়েফা আয়োজন করে চ্যাম্পিয়নস ও ইউরোপা লিগের। এবার সেই লড়াইয়ের উত্তাপকে আরো বাড়িয়ে দিতে নতুন আরেকটি লিগ চালু করার ব্যাপারে ভাবছে ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। ২০২১ সালে নতুন এই তৃতীয় লিগ শুরু করার কথা চলছে। তবে নতুন এই লিগের নাম ও খেলার ধরন সম্পর্কে এখনো পূর্ণাঙ্গ কিছুই জানানো হয়নি।

ইউরোপীয়ান ক্লাব অ্যাসোসিয়েশন (ইসিএ) চেয়ারম্যান আন্দ্রে আগনেল্লি নতুন এই লিগের ব্যাপারে বলেন, ‘সবুজ সংকেত দেওয়া হয়েছে। এখন অনুমোদনের অপেক্ষা।’

আগনেল্লি আবার ইতালিয়ান সিরি’এ লিগের ক্লাব জুভেন্টাসের চেয়ারম্যান। নতুন টুর্নামেন্টটি কীভাবে আয়োজন হবে বা গ্রুপ পদ্ধতি কেমন হবে তা নিয়ে তিনি কোন মন্তব্য করেননি। তবে চলমান ধারার পরিবর্তনের কথা জানিয়ে তিনি ক্রোয়েশিয়ায় উয়েফার এক্সিকিউটিভ কমিটির বৈঠকে বলেন, ‘বর্তমান মডেলের আধুনিকায়ন প্রয়োজন।’ বর্তমানে চ্যাম্পিয়নস লীগে ৩২ ও ইউরোপা লীগে ৪৮টি ক্লাব অংশগ্রহণ করে। ইউরোপীয় ক্লাবগুলোর মধ্যে এই দুইটি প্রতিযোগীতা থাকলেও নতুন লীগ গঠনে জাতীয় দলের সময়সূচির উপর বেশ গুরুত্বের কথা বলা হয়েছে। কারণ তৃতীয় লীগ শুরু হলে আন্তর্জাতিক সময়সূচিতে প্রভাব পড়তে পারেন বলে মনে করেন আগনেল্লি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিস্তারিত যাচাই-বাছাই শেষে বর্তমান আন্তর্জাতিক সময়সূচিকে প্রাধান্য দিয়ে নতুন মডেল উপস্থাপন করা হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close