ক্রীড়া ডেস্ক

  ১১ সেপ্টেম্বর, ২০১৮

অবশেষে স্বস্তির গোল জিরার্ডের

কয়েক দিন আগেই নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে ফ্রান্স। আর সেই উৎসব এখনো চলছে। রাশিয়া জয়ের পর প্রথমবারের মতো নিজেদের মাটিতে খেলতে নেমেছিল দিদিয়েরে দেশমের শিষ্যরা। উয়েফা নেশনস লিগে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ফরাসিরা। স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও অলিভার জিরার্ড। ৮০৭ মিনিট পর জাতীয় দলের জার্সিতে গোল পেয়েছেন এই চেলসি ফরওয়ার্ড। রাশিয়া বিশ্বকাপে প্রতিটি ম্যাচ খেললেও গোলের দেখা পাননি জিরার্ড। অন্যদিকে ডাচদের হয়ে একমাত্র গোলটি করেন রাইয়ান ব্যাবেল। রোববার রাজধানী প্যারিসে অবস্থিত জাতীয় স্টেডিয়াম সেজেছিল ভিন্ন রূপে। স্টাডে ডি ফ্রান্সে ম্যাচের ১৪ মিনিটের মাথায় ব্লেইজ মাতুইদির পাস থেকে এমবাপ্পের গোলে এগিয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। ৬৭ মিনিটে ব্যাবেলের গোলে সমতায় ফেরে নেদারল্যান্ডস। এর ৭ মিনিট পরই স্বস্তির গোলে দলের জয় নিশ্চিত করেন জিরার্ড। এই গোলে ফ্রান্সের ইতিহাসের সেরা ফুটবলার জিনেদিন জিদানকে (১০৮ ম্যাচে ৩১ গোল) ছাড়িয়ে গেলেন জিরার্ড। ৩১ বছর বয়সী এই চেলসি তারকা জাতীয় দলের জার্সিতে ৮৩ ম্যাচে ৩২ গোল করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close