ক্রীড়া ডেস্ক

  ০৮ সেপ্টেম্বর, ২০১৮

অধিনায়ক নেইমারের ভাবনা

ব্রাজিলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিজের জন্য ভালো হবে বলে মনে করছেন নেইমার। রাশিয়া বিশ্বকাপের ব্যর্থতার জন্য সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন এই ফরওয়ার্ড।

গত বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচেই ভিন্ন অধিনায়কের নেতৃত্বে মাঠে নামে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে বারবার অধিনায়ক বদলের চিন্তা থেকে বেরিয়ে এসে নেইমারকে দলের স্থায়ী অধিনায়ক করেছেন ব্রাজিলের কোচ টিতে। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিউ জার্সিতে শুরু হয়ে যায় অধিনায়ক নেইমারের নতুন যাত্রা।

সব দুঃস্বপ্ন ভুলে অধিনায়ক হিসেবে নতুন শুরু করতে চান নেইমার। বলেছেন, ‘আমি আবারও দায়িত্ব নিলাম। কারণ, আমি অনেক কিছু শিখেছি এবং আরো অনেক কিছু শিখব। এই দায়িত্ব আমার জন্য ভালোই হবে। অধিনায়কত্বের কারণে আমার দায়িত্ব এখন আরো বড়। কিন্তু আপনি যদি ভালো ফুটবল না খেলেন, তার কোনো প্রয়োজন নেই।’ বিশ্বকাপে জাতীয় দলের ব্যর্থতার দায়ে ক্ষমা চেয়ে নেইমার বলেছেন, ‘যেসব সমর্থক আমাদের জন্য পাগল, তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। কারণ, পরাজয় খুব খারাপ কিছু। আমরা বিশ্বাস করতাম যে, আমরা বিশ্বচ্যাম্পিয়ন হতে পারি কিন্তু এটা সম্ভব হয়নি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close