ক্রীড়া ডেস্ক

  ০৮ সেপ্টেম্বর, ২০১৮

মডরিচকে রোনালদোর অভিনন্দন

সম্প্রতি ক্রিশ্চিয়ানো রোনালদো ও মোহাম্মদ সালাহকে হারিয়ে প্রথমবারের মতো উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন লুকা মডরিচ। ক্লাবের সাবেক সতীর্থ যে সেরা হচ্ছে সেটা আগেই জেনে গিয়েছিলেন রোনালদো। তাই মোনাকোর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাননি জুভেন্টাসের পর্তুগিজ উইঙ্গার। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালাহ।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের ও ড্র অনুষ্ঠানে যোগ না দেওয়ায় তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে রোনালদোকে। সেরার স্বীকৃতি না পাওয়ায় স্বাভাবিকভাবেই অখুশি হয়েছেন জুভেন্টাস ফরওয়ার্ড। গণমাধ্যমে মডরিচ-রোনালদোর সম্পর্ক নিয়েও কথা উঠেছিল। ওসব কথা যে উড়ো কথা সেটা পরশু প্রীতি ম্যাচ শেষেই জানিয়ে দিলেন মডরিচ। তিনি বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো (রোনালদো) আমাকে খুদে বার্তা পাঠিয়েছিল। আমাকে অভিনন্দন জানিয়েছিল এবং বলেছেন আমি জেতায় তিনি আনন্দিত। আমি এটার দাবিদার। সে আরো বলেছে আমার সঙ্গে আবারও দেখা করবে।’

গত আসরে রোনালদো ও মডরিচের দুর্দান্ত রসায়নে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের রূপালি ট্রফি জিতেছে রিয়াল মাদ্রিত। সেরা হওয়ার দৌড়ে ২ জনই এগিয়েছিলেন। তবে রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সই সেরার লড়াইয়ে গড়ে দিয়েছে ব্যবধান। মডরিচের অসাধারণ নৈপুণ্য ও নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বমঞ্চের ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া।

গত বছর ধরে উয়েফার বর্ষসেরার পুরস্কার জিতে আসছেন রোনালদো কিংবা লিওনেল মেসি। এবার তাদের সেই অধিপত্য গুঁড়িয়ে দিয়েছেন মডরিচ। তবে লড়াইটা পেশাগত হলেও বন্ধুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কটা আরো চোয়ালবদ্ধ রাখতে চান মডরিচ। তিনি বলেছেন, ‘রোনালদোর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেরার পুরস্কার পাওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে এ নিয়ে আমি আত্মতৃপ্তিতে ভুগছি না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close