ক্রীড়া প্রতিবেদক

  ০৮ সেপ্টেম্বর, ২০১৮

নেপালের বিপক্ষে সতর্ক বাংলাদেশ

টানা দুই জয়ে সেমি-ফাইনালের পথে বাংলাদেশ। অন্যদিকে, পাকিস্তানের কাছে হারের পর ভুটানকে গুঁড়িয়ে আশা বাঁচিয়ে রেখেছে নেপাল। সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাই ঘুরে দাঁড়ানো নেপালকে সমীহ করছেন জেমি ডে। তবে শেষ বাধা পেরিয়ে সেরা চারে উঠতে উন্মুখ হয়ে আছেন বাংলাদেশ কোচ। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যায় (৭টায়) মুখোমুখি হবে দুই দল। একই দিনে মুখোমুখি হবে পাকিস্তান ও ভুটান।

ভুটানকে ২-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরুর পর পাকিস্তানের বিপক্ষে শেষ দিকের গোলে ১-০ ব্যবধানে জিতে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ। অন্যদিকে, পাকিস্তানের কাছে ২-১ গোলে হারের পর ভুটানকে ৪-০ গোল উড়িয়ে দেয় নেপাল। বালগোপাল মহারাজনের দলকে তাই সমীহ করছেন জেমি। বলেছেন, ‘আমরা এ ম্যাচের জন্য উন্মুখ হয়ে আছি। নেপাল খুবই ভালো দল, তারা আমাদের জন্য সমস্যা তৈরি করবে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দুর্ভাগা ছিল; কিন্তু ভুটানকে তারা ৪ গোল দিয়েছে। অর্থাৎ তারা খুবই ভালো দল। আমরা সতর্ক আছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close