ক্রীড়া ডেস্ক

  ০৭ সেপ্টেম্বর, ২০১৮

৩ ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে

গত শনিবার ফেঞ্চ লিগ ওয়ানে নিমের বিপক্ষে ৪-২ গোলের নাটকীয় জয় পেয়েছিল পিএসজি। কিন্তু শেষ বাঁশি বাজার আগে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখে বসেন কিলিয়ান এমবাপ্পে। এবার তার জন্য বড় শাস্তি পেয়েছেন পিএসজির এই বিশ্বকাপজয়ী ফরওয়ার্ড। লিগ ওয়ানে ৩ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এমবাপ্পে। উত্তেজনায় ঠাসা ম্যাচটির প্রথমার্ধে একবার হলুদ কার্ড দেখেন ১৯ বছর বয়সী এমবাপ্পে। যোগ করা সময়ে নিমের মিডফিল্ডার তেজি স্যাভানিয়েকে মেজাজ হারিয়ে ধাক্কা মেরে বসেন তিনি। এর আগে অবশ্য স্যাভানিয়ে বিপজ্জনকভাবে ট্যাকেল করেন এমবাপ্পেকে। যাতে বড় একটা চোটও পেতে পারতেন ফরাসি ফরওয়ার্ড। এমবাপ্পের ধাক্কা দেওয়ার বিষয়টা চোখ এড়ায়নি ম্যাচ রেফারির। রেফারি সরাসরি লাল কার্ড দেখেন স্যাভানিয়েকে। আর এমবাপ্পে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড।

ঘটনার পর সমর্থকদের কাছে ক্ষমা চান এমবাপ্পে। এমন পরিস্থিতিতে পড়লে আবারও একই আচরণ করবেন বলেও জানান তিনি। ফ্রেঞ্চ লিগের শৃঙ্খলা কমিটি গত বুধবার এই ঘটনার রায় প্রকাশ করেছে। তাতে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ হন এমবাপ্পে। এই রায়ে সেঁত এতিয়েন, রেঁনে এবং স্তাদ রেইমসের বিপক্ষে লিগের পিএসজির পরের ৩ ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close