ক্রীড়া প্রতিবেদক

  ০৭ সেপ্টেম্বর, ২০১৮

টিকে থাকল নেপালের আশা

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২-১ গোলে নাটকীয়ভাবে হেরে গিয়েছিল নেপাল। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ভুটান পরাজিত হয় ২-০ গোলে। সাফ চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে যেতে হলে জয় ছাড়া বিকল্প ছিল না ২ দলের সামনে। কিন্তু কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিজেদের মধ্যে দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রেখেছে নেপাল।

কাল প্রথমার্ধের ১-০ গোলে এগিয়ে যায় নেপাল। দ্বিতীয়ার্ধে নেপালের কোচ বালগোপাল মহারজন বদলি হিসেবে মাঠে নামান নিরাঞ্জন খাড়কা ও ভারত খাওয়াজকে। আর তাতে আরো বেশি দুর্দান্ত হয়ে উঠে নেপালিজরা। এ দুইজন মাঠে নামার পরই বদলে যায় খেলার দৃশ্যপট। দ্বিতীয়ার্ধের ৩ গোলের ২টি করেন তারা। ভুটানের বিপক্ষে ম্যাচের সব জায়গায় এগিয়ে ছিল নেপাল। মাঝমাঠে বিশাল রাজ, সুজাল শেরেস্তার দারুণ সেতুবন্ধ তৈরি করেছেন রক্ষণ আর আক্রমণভাগের মধ্যে। বিমল, সুনিল ও অঞ্জন মাঝমাঠ থেকে বাড়ানো বলগুলো ধরেই বারবার হানা দিচ্ছিলেন ভুটানের রক্ষণে। তারই সুবাদে ২১ মিনিটে কর্নার থেকে গোল করে এগিয়ে যায় হিমালয়ের দেশটি। সুনিলের কর্নারে অনন্ত তামাংয়ের হেড এগিয়ে দেয় নেপালকে। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগেতে পারেননি ভুটানের অন্যতম সেরা ফরওয়ার্ড চেনচো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close