ক্রীড়া ডেস্ক

  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

বার্বাডোজকে হারিয়ে শীর্ষে সেন্ট কিটস

আগের ম্যাচেই মাহমুদউল্লাহ রিয়াদের ওপর ভর করে জ্যামাইকা তালাওয়াহসকে হারিয়ে সেরা চারে উঠে এসেছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল তাদের প্লে অফে খেলা। তবে এই নিশ্চয়তা নিরঙ্কুশ করার জন্য শেষ ম্যাচটাতেও জয় প্রয়োজন ছিল মাহমুদউল্লাহদের। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা বার্বাডোজ ট্রাইডেন্টসকে ২ উইকেটে হারিয়ে শীর্ষে উঠে এলো সেন্ট কিটস।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে বার্বাডোজের ছুঁড়ে দেয়া ১৬৯ রানের চ্যালেঞ্জর জবাবে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে সেন্ট কিটসের। এভিন লুইস আর ক্রিস গেইল সূচনাটা দারুণ করলেও চতুর্থ ওভারে গিয়ে ৩৭ রানের জুটি ভেঙে যায় মোহাম্মদ ইরফানের বলে। ১৯ রান করে ফিরে যান লুইস। ১৮ বলে ২২ রান করে ফিরেন গেইল। চার নম্বরে ব্যাট করতে নামা মাহমুদউল্লাহ করেন ১৯ বলে মাত্র ১৫ রান। মূলত সেন্ট কিটসের জয়ের নায়ক ফ্যাবিয়ান অ্যালেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close