ক্রীড়া ডেস্ক

  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

কোহলি-শাস্ত্রীর সমালোচনায় সৌরভ

ইংল্যান্ড সফরে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে ভারতীয় ক্রিকেট দল। দলের এই ব্যর্থতায় সমালোচনায় ভারতজুড়ে। অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রীও ছাড় পাচ্ছেন না। এবার তাদের চরম সমালোচনা করছেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও। চার টেস্টের তিনটিতেই হার, এতে ইতিবাচক কিছুই দেখছেন না দেশটির অন্যতম সফল এই অধিনায়ক। কোহলির সমালোচনা করে সৌরভ বলেন, ‘সিরিজের তিন টেস্টে ভারত যেভাবে হেরেছে, এতে আমার ইতিবাচক কিছু চোখে পড়েনি। এটা ঠিক, দলের বাজে সময়েও ইতিবাচক মনোভাব দেখাতে হয়। কিন্তু গত সাতটি টেস্টের পাঁচটিতেই হেরেছে ভারত। এটা আসলে মেনে নেওয়া কঠিন।’

দলের ব্যাটিং লাইনেরও সমালোচনা করেন সাবেক এই অধিনায়ক, ‘টেস্ট জিততে হলে শুধু ২০ উইকেট নিলেই হবে না, একই সঙ্গে রানও করতে হয়। দলের ব্যাটিংয়ে ঘাটতি চোখে পড়ার মতো ছিল।’

রবি শাস্ত্রী ও ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের সমালোচনা করে সৌরভ আরো বলেন, ‘দলের এই ব্যর্থতার দায় নিতে হবে রবি শাস্ত্রী ও বাঙ্গারকে। এই সামস্যার সমাধান করতে না পারলে সামনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতেও সিরিজ জেতা হবে না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close