ক্রীড়া ডেস্ক

  ০৫ সেপ্টেম্বর, ২০১৮

শাস্ত্রীকে খোঁচা শেবাগের

ইতিহাস গড়ার আভাস দিয়েও এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের কাছে সিরিজ হেরে গেছে ভারত। সিরিজে ৩-১ ব্যবধানে হারার পর ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রীকে একহাত নিলেন বীরেন্দর শেবাগ। তার মতে, বড় বড় কথা না বলে তা কাজে করে দেখানো দরকার।

চলতি দশকে এ নিয়ে টানা তিনবার ইংল্যান্ডের মাটিতে ভারত টেস্ট সিরিজ হারল। ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারত ৪-০ ব্যবধানে হেরেছিল। ২০১৪ সালে তার নেতৃত্বেই ফের ৩-১-এ হার। এবার এখনই ফল ৩-১। তাই শুক্রবার থেকে শুরু হওয়া লন্ডন টেস্টটি এখন নিয়ম রক্ষায় পরিণত।

ট্রেন্ট ব্রিজে সিরিজের তৃতীয় টেস্ট জেতার পর রবি শাস্ত্রী বলেছিলেন, এই দল ভারতের সেরা সফরকারী দল হয়ে উঠতে পারে। সেই প্রসঙ্গেই শাস্ত্রীকে একহাত নিলেন শেবাগ। একটি বেসরকারি টিভিকে ভারতের সাবেক ব্যাটসম্যান বলেছেন, ‘মাঠের পারফরম্যান্স দিয়েই সেরা সফরকারী দল হয়ে উঠতে হয়। ড্রেসিং রুমে বসে এটা নিয়ে কথা বলে হয় না। যার যা ইচ্ছে বলতেই পারেন। কিন্তু ব্যাট কথা না বললে সেরা সফরকারী দল কখনোই হয়ে উঠতে পারা যাবে না।’

সাউদাম্পটনে চতুর্থ টেস্টে পরাজয়ের পর ভারতীয় দলের বেশ কয়েকজনের পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close