ক্রীড়া ডেস্ক

  ০৫ সেপ্টেম্বর, ২০১৮

মেসিকে পাল্টা রিয়াল কোচের

গত মৌসুমে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ উত্তেজনা ছড়িয়েছে স্প্যানিশ লা লিগায়। কিন্তু নতুন মৌসুমের আগেই সান্তিয়াগো বার্নাব্যুর সঙ্গে দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন পর্তুগিজ উইঙ্গার। চিরপ্রতিদ্বন্দ্বীর তুরিনে চলে যাওয়া বিস্মিত হয়েছেন মেসি। রোনালদোকে ছাড়া রিয়াল মাদ্রিদ আর ভালো দল নয় বলে মনে করেন বার্সেলোনা ফরওয়ার্ড।

লস ব্লাঙ্কোসদের জার্সিতে টানা তিনটিসহ মোট চারটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন রোনালদো। কিন্তু সিআর সেভেনের বিদায়ের পর ইউরোপিয়ান লিগে সুপার লিগে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরেছে রিয়াল। তবে লা লিগার নতুন মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত আছে স্প্যানিশ জায়ান্টরা। রোনালদোবিহীন নতুন কোচ হলেন লোপেতেগির অধীনে টানা তিনটি ম্যাচ জিতেছে অলহোয়াইটরা।

তারপরও নাম্বার টেন মেসি মনে করেন, পর্তুগিজ যুবরাজকে হারিয়ে রিয়াল মাদ্রিদ আর ভালো দল থাকবে না। রোনালদো যোগ দেওয়ায় শক্তির বিচারে মেসি এখন এগিয়ে রাখছেন জুভেন্টাসকেই। মেসি বলেন, ‘রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা দল। তাদের ভালো একটি স্কোয়াড আছে। তবে এটা নিশ্চিত করেই বলা যায়, রোনালদোর অভাব তাদের আর ভালো দল রাখবে না। বরং জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগে পরিষ্কার ফেভারিট থাকবে।’

সেই সঙ্গে রোনালদোর রিয়াল ছাড়া নিয়ে মেসি অবাক হয়ে বলেন, ‘এটা আমাকে বিস্মিত করেছে। আমি কল্পনাও করিনি সে মাদ্রিদ ছাড়বে অথবা জুভেন্টাসে যোগ দেবে। তাকে অনেক দলই চেয়েছে। আমি বিস্মিত হয়েছি। তবে সে খুব ভালো একটা দলেই গেছে।’

কিন্তু মেসির এই কথা সহজভাবে নিতে পারেননি লোপেতেগি। তিনি মেসির প্রতি সতর্কবাণী উচ্চারণ করে দিয়ে এল ট্রান্সিটরকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘রিয়ালকে নিয়ে দুশ্চিন্তা মেসির না করলেও চলবে। আমি তো রোনালদো এবং এই স্কোয়াড নিয়ে এক সেকেন্ডও চিন্তিত নই।’

রোনালদোর চলে যাওয়া নিয়ে এর আগে কোনো কথা বলেননি রিয়াল কোচ। কিংবা এ নিয়ে রোনালদোর সঙ্গেও কথা বলেননি। সেটাই তিনি জানিয়ে দিলেন সাক্ষাৎকারে। তিনি বলেন, ‘আমি রোনালদোর সঙ্গে এ নিয়ে কথা বলিনি। আমি যখন রিয়ালে আসি, তখন এটা ছিল একটা অবস্থা। তখন সে রিয়াল ছাড়ার ইচ্ছা পোষণ করেছিল। ক্লাবও তার এই ইচ্ছাটা গ্রহণ করেছিল তখন। সিদ্ধান্তটাকে আমি স্বাগত জানাই এবং ব্যক্তিগত পরিকল্পনা গ্রহণ করি।’

একই সঙ্গে লোপেতেগি এটাও জানিয়ে দেন যে, বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে রিয়ালের সঙ্গে চুক্তি করার কারণে স্পেন জাতীয় দলের কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার কারণে নিজের মধ্যে কোনো দুঃখবোধ নেই তার। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে যে সিদ্ধান্ত নিয়েছি, তা নিয়ে নিজের মধ্যে কোনো অনুশোচনা নেই। ভবিষ্যতেও হয়তো এ ধরনের কোনো সিদ্ধান্ত আমি নিতে পারি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close