ক্রীড়া ডেস্ক

  ০৫ সেপ্টেম্বর, ২০১৮

বাদ পড়লেন হাফিজ-ওয়াসিম

অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে বাদ দিয়ে এশিয়া কাপের জন্য ১৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান। আগামী ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ৬ দলের এই ক্রিকেট টুর্নামেন্ট। ১৮ জনের দল নিয়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প শুরু করেছিল পাকিস্তান। তার মধ্যে ফিটনেসের কারণে বাদ পড়েছেন হাফিজ ও ওয়াসিম।

গত মাসে ৩৮ বছরে পা দেওয়া হাফিজ পাকিস্তানের জার্সিতে খেলেছেন ২০০ ম্যাচ। কিন্তু জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে ৫-০ সিরিজে জেতা ম্যাচের একটিতে ছিলেন না হাফিজ। তার বদলে অধিনায়ক সরফরাজ আহমেদের দলে সুযোগ পেয়েছেন তরুণ বাঁ-হাতি ব্যাটসম্যান শান মাকসুদ। হাফিজ ও ওয়াসিমের বাদ পড়া নিয়ে নির্বাচক ইনজামাম-উল-হক মিডিয়াকে বলেন, ‘আমরা নির্বাচনের ক্ষেত্রে ফিটনেসের ওপর জোর দিয়েছি। কিন্তু হাফিজ ও ওয়াসিম উভয়ে তাতে উন্নতি করতে পারেননি।’

পাকিস্তান ১৬ সদস্যের চূড়ান্ত দল :

ফখর জামান, ইমাম উল হক, শান মাকসুদ, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলী, হারিস সোহেল, শাদাব খান, মুহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, মোহাম্মদ আমির, জুনায়েদ খান, উসমান শিনওয়ারি, শাহীদ আফ্রিদি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close