ক্রীড়া ডেস্ক

  ০৪ সেপ্টেম্বর, ২০১৮

‘দ্য ফেনোমেনন’ এখন ক্লাব মালিক

স্প্যানিশ ক্লাবের মালিক হওয়ার খবরটা ২ সপ্তাহ আগে জানিয়েছিলেন ব্রাজিলের সাবেক ফরওয়ার্ড রোনালদো। এবার পাকাপাকিভাবে স্প্যানিশ ক্লাব রিয়াল ভায়োদোলিদের মালিক হয়েছেন ‘দ্য ফেনোমেনন।’ ক্লাবটির ৫১ শতাংশ শেয়ারের মালিক এখন বিশ্বকাপজয়ী রোনালদো।

চলতি মৌসুমে লা লিগার মঞ্চে উঠে আসা ভায়োদোলিদ বর্তমান পয়েন্ট টেবিলে আছে ১৬তম স্থানে। ৩ ম্যাচের মধ্যে দুই ড্র ও এক হার নিয়ে তাদের পয়েন্ট দুই। ক্লাবটির মালিক হওয়ায় বর্তমানে প্রেসিডেন্ট পদ অলংকৃত করবেন রোনালদো। আনুষ্ঠানিকভাবে ভায়োদোলিদের মালিক হওয়ার পর ৪২ বছর বয়সী রোনালদো বলেন, ‘নতুন ব্যবস্থাপনা সংজ্ঞায়িত হবে ৪টি শব্দের মধ্যে। প্রতিযোগিতা, স্বচ্ছতা, বিপ্লব ও সামাজিকতা।’

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘ফুটবলার হিসেবে প্রস্তুতি নেওয়ার সময় আমি অনেক অনুশীলনের মধ্য দিয়ে গেছি। আমার কাছে ফুটবল অত্যন্ত আবেগের বিষয়।’

দীর্ঘ ১৮ বছরের পেশাদারি ফুটবল ক্যারিয়ারে রোনালদো খেলেছেন রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, এসি মিলান ও বার্সেলোনার মতো ইউরোপের শ্রেষ্ঠ ক্লাবে। ব্রাজিলের জার্সিতে ৬২ গোল করা এই ফরওয়ার্ড ২০০২ সালে ব্রাজিলকে এনে দিয়েছেন বিশ্বকাপ। সেরা খেলোয়াড় হিসেবে ১৯৯৭ ও ২০০২ সালে জিতেছেন ব্যালন ডি’অর পুরস্কার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close