ক্রীড়া ডেস্ক

  ০৩ সেপ্টেম্বর, ২০১৮

ইতালি দলে ফিরেছেন কিয়েলিনি

চলতি বছর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন জর্জো কিয়েলিনি। অভিজ্ঞ এই ডিফেন্ডারকে নিয়ে এ মাসে হতে যাওয়া উয়েফা নেশনস লিগে পোল্যান্ড ও পর্তুগালের বিপক্ষে দুইটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।

গত বছর নভেম্বরে বিশ্বকাপ প্লে-অফে সুইডেনের বিপক্ষে হারের পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন জুভেন্টাসের এই ডিফেন্ডার। কোচ রবের্তো মানচিনির ৩১ সদস্যের দলের আক্রমণভাগে আছেন ফরাসি লিগের ক্লাব নিঁসের ফরওয়ার্ড মারিও বালোতেল্লি। রাশিয়া বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচ খেললেও ২০১৪ সালের পর কোনো টুর্নামেন্টে ছিলেন এই ২৮ বছর বয়সী ফরওয়ার্ড। আগামী ৭ সেপ্টেম্বর বোলোনিয়ায় পোল্যান্ডের মুখোমুখি হবে ইতালি। এর তিন দিন পর লিসবনে পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে আজ্জুরিরা। উয়েফা নেশনস লিগের শিরোপা জয়ই লক্ষ্য ইতালির। কদিন বাদেই শুরু হচ্ছে ইউরোপিয়ান প্রতিনিধিদের এই লিগ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close