ক্রীড়া ডেস্ক

  ০১ সেপ্টেম্বর, ২০১৮

ফুটবলার বোল্টের অভিষেক

অবশেষে ফুটবলের অভিষেক হলো সর্বকালের সেরা দৌড়বিদ উসাইন বোল্টের। কাল সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের জার্সিতে পেশাদার ফুটবলার হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন জ্যামাইকান সেনসেশন। অস্ট্রেলিয়ান ‘এ’ লিগে অভিষেক ম্যাচে বোল্ডের প্রতিপক্ষ ছিল সেন্ট্রাল কোস্ট সিলেক্ট।

তবে প্রীতি ম্যাচটায় খুব বেশিক্ষণ মাঠে ছিলেন না বোল্ট। খেলেছেন মাত্র ১৯ মিনিট। শুধু প্রিয় তারকাকে নতুন ভূমিকায় দেখতেই স্টেডিয়ামে এসেছিলেন ১০ হাজার দর্শক! আর সাধারণ দর্শকরা তো ছিলেনই। কানায় কানায় পূর্ণ গ্যালারি অবশ্য এক পেশে ম্যাচ দেখেছে। বোল্টের দল জিতেছে ৬-১ গোলে। সিডনির সেন্ট্রাল কোস্ট স্টেডিয়ামে গোলবন্যার ম্যাচে অবশ্য গোল পাননি জ্যামাইকান কিংবদন্তি। তবে ম্যাচ শুরুর ৪ মিনিটের মধ্যে গোলের সম্ভাবনা জাগিয়েছিলে বোল্ট। কিন্তু ডি-বক্সের ভেতর প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও জালের ঠিকানা খুঁজে নিতে পারেননি এই জ্যামাইকান। এ নিয়ে অবশ্য আক্ষেপ নেই বোল্টের। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘ম্যাচটা দারুণ ছিল। সমর্থকদের উচ্ছ্বাস আমাকে অনুপ্রাণিত করেছে। মেরিনার্সের প্রতি কৃতজ্ঞতা আমাকে খেলার সুযোগ করে দেওয়ার জন্য।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close