ক্রীড়া ডেস্ক

  ০১ সেপ্টেম্বর, ২০১৮

হালেপের পর ওজনিয়াকি

ফ্ল্যাশিং মিডো একে একে জন্ম দিচ্ছে হতাশার রাত। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হিসেবে ইউএস অভিযান শুরু করেছিলেন ক্যারোলিন ওজনিয়াকি। ২০০৯ ও ২০১৪ সালে ইউএস ওপেনের ফাইনাল খেললেও এবার দুই নাম্বার বাছাইকে থেমে যেতে হলো দ্বিতীয় রাউন্ডেই। ৩৬ নাম্বার বাছাই ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কোর বিপক্ষে ৬-৪ ও ৬-২ সেটে হেরে গেছেন ড্যানিশ সেনসেশন ওজনিয়াকি। এর আগে প্রথম রাউন্ডেই বাদ পড়েছিলেন নারী বিভাগের নাম্বার ওয়ান সিমোনা হালেপ। এই মাসে টানা তিনবার পরাজয়ের মুখ দেখতে হলো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ী ওজনিয়াকিকে। হারের পর অবশ্য ২৮ বছর বয়সী টেনিস তারকা প্রশংসা করেছেন প্রতিপক্ষ। ‘আমি যেমনটা খেলতে চেয়েছিলাম সে (সুরেঙ্কো) তেমনটাই খেলেছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close