ক্রীড়া ডেস্ক

  ৩১ আগস্ট, ২০১৮

রোনালদো ইস্যুতে অখুশি প্লাতিনি

দীর্ঘ ৯ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে মধুচন্দ্রিমা শেষে এই মৌসুমে জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ উইঙ্গারকে পেতে তুরিনের বুড়িদের গুনতে হয়েছে ১১২ মিলিয়ন ইউরো। আর তাতেই অবাক হয়েছেন জুভেন্টাসের সাবেক মিডফিল্ডার মিশেল প্লাতিনি। রিয়ালকে ছেড়ে দেওয়া এবং এত অর্থের বিনিময়ে ৩৩ বছর বয়সী ফরওয়ার্ডকে দলে ভিড়ানোকে ‘বিশ্রী’ হিসেবে দেখছেন ফরাসি ফুটবল কিংবদন্তি। প্লাতিনি মনে করেন, রোনালদোর অবসর নেওয়া উচিত। জুভদের হয়ে ৫ বছর কাটানো প্লাতিনি ‘এল ইকুইপ’ নামে এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি মনে করি ৩৩ বছর বয়সী একজনের রিয়াল মাদ্রিদ ছেড়ে দেওয়া সত্যি বিশ্রী ব্যাপার। যাদের সঙ্গে সে চ্যাম্পিয়নস লিগ জিতেছে তার নতুন অ্যাডভেঞ্চারের খোঁজ না করলেও চলত।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close