ক্রীড়া ডেস্ক

  ৩১ আগস্ট, ২০১৮

স্বরূপে ফেরার আশা মুস্তাফিজের

ওয়েস্ট ইন্ডিজ সফরে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন মুস্তাফিজুর রহমান। আসন্ন এশিয়া কাপে কাটার মাস্টার নিংড়ে দিতে চান সবটুকু। আসন্ন টুর্নামেন্টে সেরাটা দেওয়ার জন্য অঙ্গীকার করলেন মুস্তাফিজ। কাল টাইগার পেসার জানালেন আপাতত নিজের সামর্থের ৬০ শতাংশ দিতে পারছেন তিনি।

আইপিএলে খেলার সময় চোট পাওয়ায় জুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠের বাইরে ছিলেন মুস্তাফিজ। খেলেননি ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলেননি টেস্ট সিরিজে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ে তিনি রাখেন গুরুত্বপূর্ণ অবদান।

বাঁ-হাতি এই পেসার মনে করেন, চোটমুক্ত থাকায় এশিয়া কাপে ভালো করতে পারবেন তিনি, ‘ওয়েস্ট ইন্ডিজে নিজের শতভাগ বোলিং করতে পারিনি। আমি বলব, আমি নিজের সামর্থ্যরে ৬০ ভাগ দিতে পেরেছি।’ পেস বোলারদের রিদমের বিষয় আছে। আমি এখন সুস্থ আছি। আমার মনে হয়, আমার এখনো সব জায়গায় উন্নতি করার সুযোগ আছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close