ক্রীড়া ডেস্ক

  ২০ আগস্ট, ২০১৮

ক্রিকেটকে বিদায় বললেন জনসন

তিন বছর আগে অবসরে গিয়েছিলেন মিচেল জনসন। এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেও নিজেকে গুটিয়ে নিলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার। স্বদেশি এক গণমাধ্যমের কলামে জনসন জানিয়েছেন গত মৌসুমে আইপিএলে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন তিনি।

তবে আরো কিছুদিন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার ইচ্ছা ছিল তার। কিন্তু শরীরটা সায় না দেওয়ায় সিদ্ধান্তটা নিতে বাধ্য হন জনসন। বলেছেন, ‘এবার শেষ। আমি আমার শেষ বলটা করে ফেলেছি। শেষ উইকেটটিও নিয়ে নিয়েছি। আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলো খেলার ইচ্ছা ছিল। কিন্তু শরীর আমাকে সহায়তা করছে না।’ তবে বল-ব্যাট-প্যাড তুলে রাখলেও ক্রিকেট থেকে নিজেকে একেবারে দূরে সরে যাচ্ছেন না জসন। শুরু করতে চান কোচিং ক্যারিয়ার। গত আইপিএলে মৌসুম থেকেই পিঠের সমস্যায় ভুগছেন জনসন। এরপর গেল মাসে বিগব্যাশ লিগের দল পার্থ স্কর্চারকে বিদায় জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close