ক্রীড়া ডেস্ক

  ১৬ আগস্ট, ২০১৮

মরিনহোর উত্তরসূরি জিদান?

রিয়াল মদ্রিদ থেকে আচমকা বিদায় নেওয়ার পর অসল সময় কাটাচ্ছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। রিয়ালের সাবেক এই কোচকে ঘিরে বেশ আড়াই মাস ধরে চলছে জল্পনা। কোথায় যাবেন ফ্রেঞ্চ কোচ? উত্তরটা কার্যত বলা মুশকিল। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন জিদান। ক্লাবের একটি সূত্র থেকে এমনটিই জানা গেছে।

গত মাসের ব্রিটিশ গণমাধ্যম মেট্রো স্পোর্টস এক প্রতিবেদনে জানিয়েছিল, মরিনহোর উত্তরসূরি হিসেবে জিদানকে নিয়ে ভাবছে ক্লাবটি। তা ছাড়া এমনও গুঞ্জন রয়েছে যে, রেড ইউনাইটেডের নীতি নির্ধারকদের সঙ্গে বর্তমান কোচ মরিনহোর সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না। তবে এসব খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পর্তুগিজ কোচ।

এর আগে গুঞ্জন উঠেছিল ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেবেন জিজু। তবে দিদিয়ের দেশম কোচের ভূমিকায় ফ্রান্সকে বিশ্বকাপ জেতানোয় সেই গুঞ্জন আর ডালপালা মেলতে পারেনি। দেশমকেই কোচের দায়িত্বে বহাল রেখেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close