ক্রীড়া ডেস্ক

  ১৫ আগস্ট, ২০১৮

সালাহকে ঘিরে নতুন বিতর্ক

নতুন মৌসুমে উড়ন্ত সূচনা করেছে লিভারপুল। অলরেডদের প্রাণভোমরা মোহাম্মদ সালাহ করেছেন মৌসুমের সূচনা গোলটি। মিসরীয় ফারাওয়ের পারফরম্যান্সে খুশি কোচ ইয়ুর্গেন ক্লপ। তবে একটি বিষয়ে সালাহকে সতর্ক করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। গতকাল টুইটারে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করছেন সালাহ। যা ইংল্যান্ডের আইনবিরোধী। লিভারপুল ফরওয়ার্ডের এ রকম একটি ভিডিও দেখার পর পুলিশকে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

একটি টুইট বার্তায় মার্সেসাইড পুলিশ নিশ্চিত করেছে, ভিডিওটি ‘সংশ্লিষ্ট বিভাগে’ পাঠানো হয়েছে। সালাহর সঙ্গে আলাপ আলোচনার পরেই ভিডিওটির বিষয়ে পুলিশকে সতর্ক করেছেন বলে জানিয়েছেন লিভারপুলের এক মুখপাত্র। তিনি জানিয়েছেন, এ বিষয়ে পরবর্তীতে যেকোনো পদক্ষেপ হবে ক্লাবের অভ্যন্তরীণ বিষয়। ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, মিসরীয় নাগরিক সালাহ চালকের আসনে বসে মোবাইল ফোন ব্যবহার করছেন। এ সময় তার গাড়িটি ভক্তরা ঘিরে ধরেছিলেন। যাদের মধ্যে ছিল শিশুরাও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close