ক্রীড়া ডেস্ক

  ১৪ আগস্ট, ২০১৮

অভিষেকেই গোল রোনালদোর

তুরিনের বাইরে একটা ছোট্ট শহর ভিল্লার পেরোসা। সেই শহরের বাসিন্দাদের খুব বেশি সৌভাগ্য হয় না বড় কোনো দলের বিপক্ষে খেলার। সেখানে যখন খেলতে এসেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো বিশ্বসেরা ফুটবলার। তখন দর্শকদের উচ্ছ্বাস যে বাঁধ ভেঙে যাবেÑ এটাই তো স্বাভাবিক। হলোও তাই। দর্শকরা এতটাই অভিভূত হয়ে পড়েছিলেন যে তাদের ‘যন্ত্রণায়’ শেষ পর্যন্ত ম্যাচটা পরিত্যক্তই ঘোষণা করতে বাধ্য হয়েছেন আয়োজকরা।

জুভেন্টাস খেলতে গিয়েছিল তাদেরই ‘বি’ দলের বিপক্ষে। এটাই ছিল জুভদের জার্সি গায়ে রোনালদোর অভিষেক ম্যাচ। প্রীতি এই ম্যাচটিতে ৫-০ গোলের জয় পেয়েছে জুভেন্টাস। দলের পক্ষে প্রথম গোলটিও করেন রোনালদো। তবে ম্যাচটা শেষ করতে পারেনি রেফারি। ৭২ মিনিটের মাথায় বিশৃঙ্খলা এতটাই বেড়ে যায় যে শেষমেশ খেলাটাই বন্ধ করে দিতে বাধ্য হন আয়োজকরা।

এবারের মৌসুমের শুরুতে ১০৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ থেকে রোনালদোকে দলে ভিড়িয়েছে জুভেন্টাস। প্রীতি ম্যাচে তার অভিষেকটা হয়েই গেছে। এবার আগামী শনিবার চিয়েভোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রোনালদোর ইতালিয়ান লিগ জয়ের মিশন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close