ক্রীড়া ডেস্ক

  ১৪ আগস্ট, ২০১৮

নেইমারের গোলে পিএসজির শুরু

গত মৌসুমে চোটের কারণে ফ্রেঞ্চ লিগে অর্ধেক ম্যাচ খেলতে পারেননি নেইমার। তিন মাসের নির্বাসন শেষে যখন তিনি ফ্রান্সে ফিরেন তখন লিগ ওয়ানের শিরোপাটা পুনরুদ্ধার করে ফেলেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মাঝখানে রাশিয়া কাপে ব্রাজিলিয়ান সেনসেশনকে ফিরতে হয়েছে হতাশ হয়ে। তবে এবার নতুন মৌসুমে সেই পুরনো ছন্দে ফেরার আভাস দিচ্ছেন ২৬ বছর বয়সী ফরওয়ার্ড। কাল সাড়ে পাঁচ মাস পর লিগ ওয়ানের ম্যাচ খেলতে নেমেই নিজের ঝলক দেখিয়েছেন নেইমার। পিএসজির হয়ে করেছেন নতুন মৌসুমের সূচনা গোল। তার দুর্দান্ত নৈপুণ্যে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে সিয়েনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি।

কালকের ম্যাচ দিয়ে লিগ ওয়ানে আনুষ্ঠানিক অভিষেক ঘটেছে কোচ থমাস টুখেলের। ফরাসি কোচ উনাই এমেরির বিদায়ের পর ফরাসি জায়ান্টদের দায়িত্ব কাঁধে নিয়েছেন এই ৫৫ বছর বয়সী কোচ। একই দিনে পিএসজির জার্সিতে অভিষেক ঘটেছে ইতালিয়ান কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের। দীর্ঘ ১৮ বছর জুভেন্টাসের গোলপোস্ট সামলানোর পর পিএসজির হয়ে নতুন অভিযানে নেমেছেন তিনি। তাছাড়া অভিষেক ঘটেছে যুক্তরাষ্ট্র ফরওয়ার্ড টিমোথি উইয়ারও। অভিষেকেই গোল পেয়েছেন লাইবেরিয়ান প্রেসিডেন্ট জর্জ উইয়াহ তনয়। কিংবদন্তি ফুটবলার জর্জ নিজেও এক সময় খেলেছেন পিএসজির জার্সিতে।

কাল ঘরের মাঠে দর্শকদের আনন্দতালির ভেতর দিয়ে মাঠে নামে পিএসজি। দর্শকদের অভিবাদনের জবাবটাও দিতে বেশিক্ষণ দেরি করেনি ফ্রান্সের রাজারা। মাত্র ১০ মিনিটের মধ্যে সিয়েন গোলরক্ষক সাম্বার মারাত্মক ভুলে পিএসজিকে এগিয়ে দেন নেইমার। ৩৫ মিনিটের সময় অ্যাঙ্গেল ডি মারিয়ার পাস থেকে ব্যবধানটা দ্বিগুণ করেন আদ্রিয়েন রেবিয়ট। দ্বিতীয়ার্ধে অবশ্য গোলশোধের জন্য সিয়েন মরিয়া হয়ে কয়েকবার আক্রমণ চালিয়েছে পিএসজি শিবিরে। কিন্তু থিয়াগো সিলভা, মারকুইনহসদের রক্ষণদুর্গ ভাঙা যে কত শক্ত, তা হাড়ে হাড়ে প্রমাণ পেয়েছে দলটি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন টিমো উইয়াহ। ‘বাপকা বেটা’ প্রবাদটা প্রমাণ করতে বেশিক্ষণ সময়ও লাগেনি ১৮ বছর বয়সী ফরওয়ার্ডের। ম্যাচের শেষ মুহূর্তে সিয়েনের জালে শেষ গোলটি জড়িয়ে দেন জুনিয়র উইয়াহ। তবে তার আগে ৮২ মিনিটেই হলুদ কার্ড দেখতে হয়েছে তাকে।

গত সপ্তাহে মোনাকোকে হারিয়ে টানা ষষ্ঠ ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা জিতেছে পিএসজি। মৌসুমের প্রথম ম্যাচটাও জিতেছে বড় ব্যবধানে। কোচ টুখেলের যে এখন আনন্দের সময় তা বুঝিয়ে দিয়েছেন ম্যাচ শেষে। সংবাদ সম্মেলনে টুখেল বলেন, ‘এই জয়ে আমরা অত্যন্ত খুশি। জয়টা আমাদের প্রাপ্য ছিল।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close