ক্রীড়া ডেস্ক

  ১৪ আগস্ট, ২০১৮

জার্মান সুপার কাপে লেভা-ঝড়

বিশ্বকাপের পর নতুন রোমাঞ্চ হিসেবে শুরু হয়ে গেল ক্লাব ফুটবলের নতুন মৌসুম। যেখানে শুরুটাই দারুণই হলো জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের। বাভারিয়ানরা জিতে নিয়েছে জার্মান সুপার কাপের শিরোপা। রবিরাতে ইন্ট্র্যাক্ট ফ্র্যাঙ্কফুটকে ৫-০ গোলে উড়িয়ে টানা তৃতীয় ও রেকর্ড সপ্তমবারের (সর্বোচ্চ) মতো সুপার কাপ জিতল বায়ার্ন।

বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের রাজসিক এই জয়ের নায়ক রবার্ট লেভানডফস্কি। পাঁচ গোলের ম্যাচে একাই তিন গোল করেছেন পোলিশ স্ট্রাইকার। বাকি গোল দুটোর মালিক থিয়াগো আলকান্তারা এবং কিংসলি কোম্যান। রাশিয়া বিশ্বকাপটা হতাশায় কেটেছে লেভার। তার দলও বিদায় নিয়েছে প্রথম রাউন্ডেই। সেই হতাশা কাটিয়ে নতুন একটা শুরু করলেন লেভা। খেলার প্রথমার্ধেই দুই গোল করে বায়ার্নকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন পোলিশ সেনসেশন। পরশু ফ্র্যাঙ্কফুটে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন লেভা। দ্বিতীয়ার্ধে করেন মৌসুমের প্রথম হ্যাটট্রিক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close