ক্রীড়া ডেস্ক

  ১৪ আগস্ট, ২০১৮

এবারও বিপিএলে নেই বরিশাল বুলস

অর্থনৈতিক শর্ত না মানায় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিপিএল) পঞ্চম আসরে অংশ নিতে পারেনি বরিশাল বুলস। এবারের আসরেও অংশ নিতে পারবেন না ফ্র্যাঞ্চাইজি ক্লাবটি। দল বাড়লে ম্যাচ বেড়ে যাবে, দীর্ঘ হবে টুর্নামেন্ট। এই ভাবনা থেকে বরিশালকে বাইরে রাখছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস কাল সংবাদমাধ্যমকে বলেন, ‘বরিশাল বুলস এবার মনে হয় না থাকবে। আগের বছরের সাতটা দলই থাকবে। কারণ সময় খুব কম। একটা দল বাড়ালে ম্যাচ অনেক বেড়ে যাবে। তাছাড়া আগামী বিপিএল শেষ হতে না হতেই ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে সিরিজ খেলতে জাতীয় দল চলে যাবে। আপনারা জানেন, নতুন একটি দল বাড়ালে টুর্নামেন্টের ব্যাপ্তি অনেকটা বাড়বে। সুতরাং সম্ভাবনা নেই।’

গত আসরে বরিশাল বুলস বাদ পড়লেও সাতটি দল নিয়েই আয়োজিত হয় বিপিএল। নতুন মালিকানা ও নাম নিয়ে ফিরে আসে সিলেট সিক্সার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close