ক্রীড়া ডেস্ক

  ১৩ আগস্ট, ২০১৮

স্পেনের জার্সি তুলে রাখলেন পিকে

স্পেনের সোনালি দলের পরিচিত নাম জেরার্ড পিকে। ২০১০ সালে প্রথমবারের মতো স্পেনের বিশ্বকাপ জয়ে এই ডিফেন্ডারের অবদান অসামান্য। ৬ ফুট ৪ ইঞ্চির ছেলেটি হয়ে উঠেছিল স্পেনের প্রাণভোমরা। লা রোজাদের রক্ষণভাগ আগলে রেখে বিশ্বজুড়ে নজর কেড়েছিলেন এই ডিফেন্ডার। কিন্তু স্পেনের জার্সিতে অর দেখা যাবে না। পরশু আন্তর্জাতিক জার্সি খুলে রাখার ঘোষণা দিয়েছেন বিশ্বকাপ জয়ী তারকা ডিফেন্ডার পিকে। বার্সেলোনার হয়ে স্প্যানিশ সুপার কাপে সেভিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ভক্তদের এই দুঃসংবাদটি দিয়েছেন পিকে।

তারকা খেলোয়াড়দের ক্যারিয়ারে উত্থান-পতন সবই থাকে। তেমনি ২০১৮ বাছাইপর্বের ম্যাচগুলোতে ফর্মহীনতায় ভুগেছিলেন বার্সা ডিফেন্ডার। তখন সমালোচনায় তোপের মুখে আর্ন্তজাতিক ফুটবল থেকে বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। বিশ্বকাপে স্বাগতিক রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে অঘটনের বলি হয়ে বিদায় নেয় সাবেক চ্যাম্পিয়ন। এরপরই সাবেক বার্সা কোচ ও স্পেনের বর্তমান কোচের সঙ্গে পরামর্শ করে পিকে বলেছেন, ‘আমি অনেক দিন আগের থেকেই লুইস এনরিকের সাথে কথা হয়েছিল। তিনি আমাকে ডেকে বলেছেন আমার অবসরের ব্যাপারটা নিয়ে তিনি গভীরভাবে চিন্তা করেছেন।’ প্রসঙ্গত, স্পেনের হয়ে ২০০৯ সালে অভিষেকের পর সবমিলিয়ে ১০২টি ম্যাচ খেলেছেন পিকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close