ক্রীড়া ডেস্ক

  ১৩ আগস্ট, ২০১৮

স্বাধীনতা চান পল পগবা

ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে সময়টা ভালো যায়নি পল পগবার। কিন্তু এবার অন্যরকম আভাস দিচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার। প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের সূচনা গোলটি এসেছে তার পা থেকে। যেটি কিনা ইউনাইটেডের হয়ে সবচেয়ে কম সময়ে গোলের রেকর্ডও। ম্যাচ শেষে পেয়েছেন কোচ হোসে মরিনহোর প্রশংসাবাণী। কিন্তু এত কিছুর পরও কি সুখে আছেন পগবা?

লেস্টার সিটির বিপক্ষে জয়ের পর পগবা বলেন, ‘আপনি সুখে না থাকলে সেরাটা দিতে পারবেন না।’

সমালোচকরা কথাটির একটি অর্থও দাঁড় করিয়ে ফেলেছেন এরই মধ্যে। পগবা ইউনাইটেডে আরো স্বাধীনতা চান। ৮০ মিনিট পর্যন্ত দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। তার জন্য মরিনহো পগবাকে ‘দৈত্য’ও বলেছেন। কিন্তু মন গলেনি পগবার।

ইউনাইটেডে পগবা অবাধ স্বাধীনতা না পেলে কি হতে পারে তা জানিয়ে দিয়েছেন পরোক্ষ হুমকিতে, ‘এমন কিছু আছে যা আমি বলতে পারি না, বলতে জরিমানা হবে।’ সাংবাদিকরা তাকে আরো জিজ্ঞেস করেছিল, ফ্রান্স বা ইউনাইটেডের হয়ে খেলার মধ্যে পার্থক্যটা কোথায়? পগবা সরাসরি জানায়, ‘আমি একই, কিন্তু দুইটি ভিন্ন দল।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close