ক্রীড়া ডেস্ক

  ১৩ আগস্ট, ২০১৮

জয়ে শুরু মাহমুদউল্লাহদের

ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজে থেকে গিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবারের সিপিএলের প্রথম ম্যাচে বলার মতো কিছু করতে পারেননি এই অলরাউন্ডার। ৬ নাম্বারে ব্যাটিংয়ে এসে ১০ বলে করেছেন ১৬ রান। সুনীল নারাইনের ওভারে এক ছয় ও এক চার হাঁকানোর পরের বলেই আউট হয়ে যান তিনি। তবে তার দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ৪২ রানে হারিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্সকে।

টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২০৩ রানের বড় পুঁজি দাঁড় করায় সেন্ট কিটস। সেন্ট কিটসের হয়ে ৩৪ বলে ৫৮ রান করেন থমাস। পাঁচ ছক্কায় ১৫ বলে ৪১ রানের দানবীয় ইনিংস খেলেন ব্রেথওয়েট। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৬১ রানেই থেমে যায় ত্রিনবাগো। মাহমুদউল্লাহ এক ওভার বল করে ৫ রান দিয়েছেন। কোন উইকেট পাননি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close