ক্রীড়া ডেস্ক

  ১২ আগস্ট, ২০১৮

‘নেইমার একজন শিল্পী’

বললেন ভাবী কোচ

গত মৌসুমে ফেব্রুয়ারিতে পায়ের চোটে পড়েছিলেন নেইমার। রাশিয়া বিশ্বকাপে খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সব দুঃস্বপ্নকে পিছনে ফেলে তিন মাসের নির্বাসন শেষে রাশিয়া গিয়েছিলেন নেইমার। ব্রাজিলকে ‘হেক্সা’ এনে দেওয়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও শেষ পর্যন্ত সফল হতে পারেননি ২৬ বয়সী ফরওয়ার্ড।

বিশ্বকাপ শেষে গুঞ্জন উঠেছিল পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে চলে যাচ্ছেন নেইমার। কিন্তু নতুন মৌসুমের আগে সেইরকম ঘটনা ঘটেনি। পার্ক ডেস প্রিন্সেসেই থেকে গেছেন তিনি। এরই মধ্যে শুরু হয়ে গেছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ২০১৮-১৯ মৌসুম। তার আগে অবশ্য একটি শিরোপাও অর্জন করে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গত সপ্তাহে মোনাকোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে টানা ষষ্ঠ সুপার কাপের জিতেছে ফরাসি জায়ান্টরা।

গত মৌসুমে উনাই এমেরির অধীনে লিগ ওয়ান শিরোপা পুনরুদ্ধার করেছিল পিএসজি। তবে এবার ক্লাবটির ডাগআউটে এসেছেন থমাস টুখেল। নতুন মৌসুমে মাঠে নামার আগেই সাবেক বরুশিয়া ডর্টমুন্ড কোচের প্রশংসা পেয়েছেন নেইমার। টুখেল বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের প্রশংসা করে বলেছেন, ‘নেইমার একজন শিল্পী।’

টুখেল মনে করেন, এই মৌসুমে নেইমারকে মাঠে আরো উজ্জ্বল দেখা যাবে। আজ লিগ ওয়ানের ম্যাচে সিয়েনের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। তার আগে সংবাদ সম্মেলনে টুখেল বলেন, ‘এটা পরিষ্কার যে নেইমার আমার দলের মূল খেলোয়াড়। সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় তো বটেই, সে একজন সৃষ্টিশীল শিল্পী। মাঝে মধ্যে সৃষ্টিশীল শিল্পীরা অত্যধিক চাপ সহ্য করতে পারে না। নেতা হওয়ার জন্য অনেক পন্থা আছে। তবে আমার মতে, নেইমার আমাদের দলনেতা। সে যখন খুশি মনে খেলে তখন সে বিপজ্জনক হয়ে উঠে। সে ঝুঁকি নিতে পছন্দ করে। সুযোগ সৃষ্টি করে।’

এই মৌসুমে জুভেন্টাসের দীর্ঘ সময়ের সংসার ছেড়ে পিএসজিতে নাম লিখিয়েছেন কিংবদন্তি গোলররক্ষক জিয়ানলুইজি বুফন। টুখেল বুফনকে নিয়ে বলেন, ‘গিগি একজন শীর্ষ ও পেশাদারি ফুটবলার। সে একজন কিংবদন্তি। সে আমাদের দলে প্রভাব রাখছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close