ক্রীড়া ডেস্ক

  ১১ আগস্ট, ২০১৮

বার্সেলোনার নতুন অধিনায়ক মেসি

গত মৌসুম শেষে ক্লাব ছেড়ে চলে গেছেন স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। দ্যা ইল্যুসনিস্টের জায়গায় বার্সেলোনার নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসির নাম।

২০০২ সালে বার্সার মূল দলে অভিষেকের পর ১৬ মৌসুম ন্যু ক্যাম্পে কাটিয়ে মে মাসে জাপানের ‘জে’ লিগের ক্লাব ভিসেল কোবেতে যোগ দিয়েছেন ইনিয়েস্তা। গতকাল বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে ২০১৮-১৯ মৌসুমে নিজেদের ৪ অধিনায়কের মধ্যে প্রথম পছন্দ হিসেবে ৩০ বছর বয়সী আর্জেন্টাইন তারকার নাম ঘোষণা করে। অন্য ৩ অধিনায়ক হচ্ছেন, সার্জিও বুসকেটস, জেরার্ড পিকে ও সার্জিও রবার্তো।

২০১৫ সালে বার্সেলোনার দ্বিতীয় অধিনায়ক হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়েছিল। তাই ইনিয়েস্তার উত্তরসূরি হিসেবে তার নামটা ছিল প্রত্যাশিত। আন্তর্জাতিক পর্যায়ে আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়কের দায়িত্বও পালন করছেন মেসি। ২০১৪-১৫ মৌসুমের পর প্রথমবারের মতো বার্সেলোনার ৪ অধিনায়কই হলেন ক্লাবটির যুব প্রকল্প থেকে উঠে আসা ফুটবলাররা। তখন প্রথম পছন্দের অধিনায়ক ছিলেন জাভি হার্নান্দেজ। অন্য তিনজন ছিলেন, ইনিয়েস্তা, মেসি ও বুসকেটস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close