ক্রীড়া ডেস্ক

  ১০ আগস্ট, ২০১৮

কোভাচিচের নতুন ঠিকানা চেলসি

নতুন মৌসুমের আগে চেলসির দরকার ছিল একজন মিডফিল্ডার। দলবদলের বাজারের শেষ দিনেও অভাবটির নিষ্পত্তি করতে পারছিলেন না ব্লুজদের নতুন কোচ মাউরিজিও সারি। অন্যদিকে স্টামফোর্ড ব্রিজ ছেড়ে রিয়াল মাদ্রিদে চলে গেছেন রাশিয়া বিশ্বকাপের সেরা গোলরক্ষক থিবো কোর্তোয়া। এই সুযোগে চেলসি একটা কাজের কাজও করে ফেলেছে। বেলজিয়ান গোলরক্ষককে বিক্রির পাশাপাশি সান্তিয়াগো বার্নাব্যু থেকে ধারে মিডফিল্ডার মাতেও কোভাচিচকে নিয়ে এসেছে তারা।

রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলতে অন্যতম অবদান রেখেছেন কোভাচিচ। কিন্তু ইন্টারমিলান থেকে তারকাবহুল রিয়াল মাদ্রিদে আসার সময়টা ৩ বছর হয়ে গেলেও দলে নিয়মিত হতে পারেননি ২৪ বছর বয়সী মিডফিল্ডার। আর কাঁহাতক বসে থাকা যায়। তাই নিজেও উঠে পড়ে লেগেছিলেন অন্য কোন ক্লাবের জার্সিতে খেলার জন্য। সুযোগটাও করে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। কোভাচিচ স্টামফোর্ডে এসেছেন দীর্ঘদিনের ধারে। কাল চেলসির সঙ্গে চুক্তির পর চেলসির ওয়েবসাইটে তিনি বলেন, ‘এখানে আসতে পেরে আমি খুব খুশি ও উত্তেজিত। এটা সত্যি অনন্য এক অনুভূতি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close