ক্রীড়া ডেস্ক

  ০৯ আগস্ট, ২০১৮

ফুটবলে হেড নিষিদ্ধ করা উচিত!

ফুটবল পায়ের খেলা। ‘হেড’ও ফুটবলের অপরিহার্য অংশ। বলতে গেলে হাত ছাড়া আপনি শরীরের সব অংশ ব্যবহার করতে পারবেন মাঠে। কিন্তু এবার হেড নিয়ে ফুটবলারদের সতর্ক করে দিয়েছেন বিশ্বের অন্যতম ব্রেইন চোট বিশেষজ্ঞ ডক্টর বেনেট ওমালু। তিনি মনে করেন, প্রফেশনাল ফুটবলে হেড নিষিদ্ধ করা উচিত। বিশেষ করে অনূর্ধ্ব-১৮ ফুটবলারদের। কারণ হেড দিলে মগজে মারাত্মক আঘাত হতে পারে বলে মনে করেন তিনি।

ড. বেনেট ক্রনিক ট্রমাটিক এনসেফেলোপ্যাথি (সিটিই) নামে একটি মগজ রোগের হদিস পেয়েছেন। যেটি শুরু হয় ব্রেইনে আঘাত পেলে। হেড দেওয়ার ফলে অধিকাংশ খেলোয়াড় এই রোগে ভুগতে পারেন বলে তিনি জানিয়েছেন। রোগটি দীর্ঘদিন ধরে থাকতে পারে তিনি মনে করেন।

রোগটি সম্পর্কে ড. বেনেট বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রফেশনাল লেভেলে আমাদের বল হেড দেওয়া নিষিদ্ধ করা উচিত। কারণ এটি অত্যন্ত বিপজ্জনক।’ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘ফুটবলে ১৮ বছরের নিচে কোনো শিশুর হেড দেওয়া উচিত নয়। আমি জানি এটা কঠিন সিদ্ধান্ত কিন্তু বিজ্ঞান উন্নত হচ্ছে। আমরা সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছি। সমাজ পাল্টাচ্ছে। সময় এসেছে আমাদের পন্থা পাল্টানোর।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close