ক্রীড়া ডেস্ক

  ০৯ আগস্ট, ২০১৮

এশিয়া কাপের সূচি পরিবর্তন!

১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে ১৪তম এশিয়া কাপ। কিন্তু এরই মধ্যে ঝামেলা শুরু হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে। সূচি নিয়ে ঝামেলা থাকায় এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচটি না খেলার পরামর্শও দিয়েছে ভারতের ক্রিকেটবোদ্ধারা। তবে কাল এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভারত-পাকিস্তানের ম্যাচ সূচি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।

১৯ সেপ্টেম্বর দুবাইতে মুখোমুখি হওয়ার কথা চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তার আগের দিনই বাছাই পর্ব থেকে আসা দলের সঙ্গে খেলবে বিরাট কোহলির দল। পরপর দুই দিন ৫০ ওভারের ক্রিকেট খেলতে আপত্তি ভারতীয় ক্রিকেট বোর্ডের। বিসিসিআই জানিয়েছে, ‘এশিয়া কাপের সূচি অমানবিক। এটা কিভাবে মানা যায়? ভারত পরপর দুই দিন ৫০ ওভারের ম্যাচ খেলবে? আর পাকিস্তান দুই দিন বিশ্রামের পর মাঠে নামবে।’ তবে এশিয়া কাপকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এশিয়া কাপ নিয়েও বেশ আশাবাদী টাইগাররা। গ্রুপ পর্বে বাংলাদেশকে টানা দুই ম্যাচ খেলতে না ঠিকই, তবে পরপর দুই দিন খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close