ক্রীড়া ডেস্ক

  ০৯ আগস্ট, ২০১৮

ফেঁসে যাচ্ছেন বেন স্টোক্স!

আজ থেকে ক্রিকেটের অভিজাত ভূমি লর্ডসে শুরু হচ্ছেন ইংল্যান্ড-ভারত দ্বিতীয় টেস্ট। বার্মিংহামে এজবাস্টন টেস্টে নাটকীয় জয় পাওয়ার পর ফুরফুরে মেজাজে আছে ইংলিশরা। তবে তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে, দ্বিতীয় টেস্টে জো রুট দলে পাচ্ছেন প্রথম টেস্ট জয়ের নায়ক অলরাউন্ডার বেন স্টোক্সকে। গত বছর ২৫ সেপ্টেম্বরে নাইটক্লাবে মারামারির জের ধরে ফেঁসে গেছেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার। মামলাটির এখন শুনানি চলছে ব্রিস্টলের ক্রাউন কোর্টে। ডারহাম অলরাউন্ডারের বিপক্ষে অভিযোগ, মাতাল অবস্থায় নাইটক্লাবে তিনি ইচ্ছাকৃতভাবে রায়ান আলী (২৮) ও রায়ান হেল (২৭) নামে দুই ব্যক্তিকে আঘাত করেছেন।

৭ আগস্ট থেকে শুরু হওয়া আদলতের শুনানিতে স্টোকস দোষী সাব্যস্ত হলে বড় ধরনের শাস্তি হতে পারে। আপাতত আদালতের সম্পূর্ণ রায় না এলেও ডারহাম অলরাউন্ডারের বিপক্ষে দোষের আঙুল উঠছে। কালকের শুনানিতে ব্রিস্টলের আদালত জানিয়েছে, নাইটক্লাবের ‘প্রধান আক্রমণকারী’ স্টোক্স। সাক্ষী মার্ক স্পার নামে এক পুলিশ কমিউনিটি সাপোর্ট অফিসার (পিসিএসও) ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ‘তিন থেকে পাঁচজন’ ঘটনার সঙ্গে জড়িত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close