ক্রীড়া ডেস্ক

  ০৮ আগস্ট, ২০১৮

আর্সেনাল কিনতে চান ক্রয়েনকে

আমেরিকার ধনাঢ্য ব্যবসায়ী স্টান ক্রয়েনকে। বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ক্রয়েনকে স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের (কেএসই) চেয়ারম্যান ও সিইও তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের ৬৭ শতাংশের অংশীদার তিনি। এবার সম্পূর্ণ অংশীদারিত্বের জন্য লন্ডনের ক্লাবটিকে ৬০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছেন ক্রয়েনকে। আর্সেনালের দাম ধরা হয়েছে ১.৮ বিলিয়ন পাউন্ড।

ক্রয়েনকে বিশ্বাস করেন শতভাগের স্বত্বাধিকারী হতে পারলে গানাররাও সুফল ভোগ করতে পারবে। ক্লাবটিতে ৩০ শতাংশ অংশীদার আছে উজবেকিস্তানের ব্যবসায়ী আলিশার উসমানভেরও। আলিশার তার অংশীদারিত্ব বিক্রির প্রস্তাবে রাজি হয়েছেন বলে জানিয়েছেন ক্রয়েনকে। ক্রয়েনকে স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট তাদের এক বিবৃতিতে জানিয়েছে, ক্রয়েনকে গানারদের নিয়ে নতুন ‘কৌশল এবং উচ্চাকাক্সক্ষা’ নিয়ে আগাতে চান।

তবে বাদ সেধেছে গানার সমর্থকরা। ক্রয়েনকে আর্সেনাল কিনে নিলে ক্লাবের ভবিষ্যৎ খারাপ হবে মনে করেন তারা। সমর্থকরা জানান ‘আর্সেনালের জন্য ভয়ঙ্কর দিন’ অপেক্ষা করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close