ক্রীড়া ডেস্ক

  ০৮ আগস্ট, ২০১৮

রজার্স কাপে খেলবেন না সেরেনা

গতকাল থেকেই শুরু হয়েছে রজার্স কাপ। কিন্তু ইউএস ওপেনের আগে কানাডায় শুরু হওয়া গুরত্বপূর্ণ এই টুর্নামেন্টে খেলবেন না সেরেনা উইলিয়ামস। ব্যক্তিগত কারণেই রজার্স কাপে আমেরিকান এই তারকা খেলবেন না বলে নিশ্চিত করে রজার্স কাপের আয়োজক কর্তৃপক্ষ। গত মাসে উইম্বলডনের ফাইনাল খেলেন সেরেনা উইলিয়ামস। মৌসুমের তৃতীয় গ্র্যান্ডস্লামের পর চলমান সান জোসের টুর্নামেন্ট দিয়ে কোর্টে ফেরেন তিনি। কিন্তু প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন মহিলা এককে দ্বিতীয় সর্বাধিক ২৩ গ্র্যান্ডস্লামের মালিক।

সেই ম্যাচে গ্রেট ব্রিটেনের এক নম্বর খেলোয়াড় জোহানা কন্টার কাছে ৬-১ এবং ৬-০ গেমে হারেন সেরেনা। যা তার ক্যারিয়ারের লজ্জাজনক হারের মধ্যে একটি। সেরেনা রজার্স কাপে না খেলার বিষয়ে টুর্নামেন্ট আয়োজক কমিটির পরিচালক ইউজেনি লাপিয়েরি বলেন, আমাদের সঙ্গে সেরেনা যোগ দিচ্ছেন না যে কারণে আমরা খুব হতাশ হয়েছি। কেননা, তার খেলা দেখার জন্য সমর্থকরা মুখিয়ে ছিল। সেরেনা না খেললেও বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশের সবাই খেলছেন বলে জানান লাপিয়েরি। তিনি বলেন, সেরেনা না খেলায় হতাশ হলেও টুর্নামেন্টে সবমিলিয়ে ভালো প্রতিযোগিতা হবে। কেননা এখানে বিশ্বের শীর্ষ ১০ জনের সবাই অংশ নেবে। তাছাড়া শীর্ষ ২৫ খেলোয়াড়ের মধ্যে র‌্যাঙ্কিংয়ের ২২ নম্বরে থাকা খেলোয়াড় পর্যন্ত খেলবেন এ আসরে। তাই রোমাঞ্চকর ম্যাচ অপেক্ষা করছে সমর্থকদের জন্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close