ক্রীড়া ডেস্ক

  ০৭ আগস্ট, ২০১৮

চেলসিতে থাকতে চান উইলিয়ান

কয়েক দিন আগে গুঞ্জন উঠেছিল চেলসি ছাড়ছেন উইলিয়ান। ব্রাজিলিয়ান উইঙ্গারের পরবর্তী ঠিকানা কি হতে পারে তা নিয়ে শুরু হয়েছিল আলোচনা। উইলিয়ানকে দলে ভিড়াতে চেয়েছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তবে আপাতত কোথাও যাচ্ছেন না ২৯ বছর বয়সী ব্লুজ উইঙ্গার। পুরাতন ঠিকানা স্টামফোর্ড ব্রিজেই থাকার কথা জানিয়েছেন তিনি। পরশু এফএ কাপ কমিউনিটি শিল্ডের ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার ইচ্ছা চেলসিতে থাকার, তারা যদি আমাকে বিক্রি করে দিতে চাইও।’

চেলসির নতুন কোচ মাউরিজিও সারিও জানিয়েছেন উইলিয়ানকে চেলসিতে রেখে দেওয়ার কথা। তবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ওয়েম্বেলির ম্যাচে ব্রাজিলিয়ান উইঙ্গারকে শুরুর একাদশে রাখেননি ব্লুজদের কোচ। দুই গোল পিছিয়ে পড়ার পর ৫৯ মিনিটে হাডসন ওডোইয়ের বদলি হিসেবে উইলিয়ানকে মাঠে নামান তিনি। তাতে গুঞ্জনটা ডালপালা ছড়িয়েছে আরো বেশি। তবে সব শঙ্কার কথা উড়িয়ে দিয়ে উইলিয়ান স্পষ্টভাবে ইএসপিএন ব্রাজিলকে বলেছেন, তিনি চেলসিতে থাকতে চান এবং বার্সেলোনা তাকে সাইন করার প্রস্তাব দিয়েছে।

ব্রাজিলিয়ান তারকা আরো বলেন, ‘যতটুকু জানি কেবল বার্সেলোনা আমাকে অফিশিয়াল প্রস্তাব দিয়েছে। আমার পরিষ্কার ইচ্ছা আছে এখানে থাকার। আমার মাথাটা চেলসিতেই। কিন্তু আগামীকাল সম্পর্কে আমি বলতে পারব না। আমার আশা করি এই ক্লাবে থাকার। আমি সব সময় চেলসির হয়ে খেলতে পছন্দ করি। আমি কখনো ক্লাব ছাড়ার কথা বলিনি।’

রাশিয়া বিশ্বকাপে নকআউট পর্বে দুর্দান্ত খেলেছিলেন উইলিয়ান। কিন্তু শেষ আটে নিজের জাতটা সেভাবে দেখাতে পারেননি বেলজিয়ামের বিপক্ষে। তাতেই ‘হেক্সা’ জয়ের মিশনটা বিসর্জন দিয়ে ফিরতে হয় সেলেকাওদের। শাখতার দোনেৎস্ক থেকে উইলিয়ান স্টামফোর্ড ব্রিজে এসেছেন ২০১৩ সালে। গত পাঁচ বছরে ব্লুজদের জার্সিতে এখন পর্যন্ত ২৩৭টি ম্যাচ খেলেছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist