ক্রীড়া ডেস্ক

  ০৭ আগস্ট, ২০১৮

বার্সার পুরোদমে অনুশীলন শুরু

ফিফা বিশ্বকাপ ও দল বদলের মৌসুমের ছুটির কারণে ইউরোপিয়ান ফুটবলে এতদিন ছিল কর্মশূন্যতা। বড় বড় দলগুলোর খেলোয়াড়েরা সব ছিলেন আনন্দ ভ্রমণে। ক্রমেই সামনে এগিয়ে এসেছে নতুন মৌসুম শুরুর দিনক্ষণ। তাই একে একে আবার নিজেদের কর্মব্যস্ততা ফিরে পাচ্ছে দলগুলো। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার পুরো দল নিয়ে অনুশীলন করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ক্লাবের প্রায় সব খেলোয়াড় আগেই দলের সঙ্গে যোগ দিলেও বাকি ছিলেন কিছু খেলোয়াড়। কাল ছুটি কাটিয়ে দলে যোগ দিয়েছেন তারা। ইভান রাকিটিচ, স্যামুয়েল উমতিতি, লুইস সুয়ারেজ, ফিলিপ্পে কুতিনহো, ইয়েরি মিনা ও থমাস ভারমালেন দলের সঙ্গে যোগ দিলে আসন্ন মৌসুমকে সামনে রেখে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে অনুশীলন করেন বার্সা কোচ এরনেস্তো ভালভার্দে। পুরো স্কোয়াড নিয়ে অনুশীলনের প্রথম দিনে ভারী কোনো সূচিতে যাননি ভালভার্দে। সকাল ও বিকেলে হালকা স্ট্রেচিং ও অনুশীলনের মধ্য দিয়েই শেষ করেন প্রথম দিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist